নতুন কিস্তি নিয়ে ফিরছেন ১৪ বছর আগে শুরু হওয়া একতা কাপুরের কাল্ট ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তিতে ‘রাগিনী এমএমএস ৩’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গল্পের ভৌতিক টুইস্ট শুনে নাকি বিস্মিত হয়েছিলেন তামান্না। আগের মতো এবারও থাকবে আকর্ষণীয় গান ও চমকপ্রদ টার্ন।
ইতিমধ্যেই একতা কাপুর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন।
গল্প শুরু হবে আগের সিক্যুয়ালের ধারাবাহিকতা থেকে এক পোড়ো বাড়ির রহস্য, ব্যাচেলার পার্টি, সম্পর্কের টানাপড়েন এবং ওইজা বোর্ড ঘিরে অদ্ভুত সব ঘটনা।
জানা গেছে, ২০২৫ সালের শেষ নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। যদিও অন্য চরিত্রে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত নয়।
এসএন