ভারতের আলোচিত রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এ সঞ্চালনার দায়িত্বে আবারও দেখা মিললো বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের। তবে এবারের সিজনে ক্ষণিকের অতিথি তিনি। পুরো সিজনে অভিনেতা থাকছেন না।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এবারের ‘বিগ বস’র নতুন সিজনে মাত্র ১৫ সপ্তাহ শো সঞ্চালনা করবেন সালমান। প্রতি শোয়ের জন্য পারিশ্রমিক হিসেবে আগের মতোই ১০ কোটি রুপি নিয়েছেন। তবে শো কমিয়ে দেয়ায় আগের মতো ২৫০ কোটি না নিয়ে এবার তিনি সর্বমোট পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি।
জানা যায়, এবারের সিজন শুরু হওয়ার সাড়ে তিন মাস পর সঞ্চালনা ছেড়ে দেবেন সালমান। সে সময় অভিনেতা ‘বিগ বস ১৯’র সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে।
অনুমান করা হচ্ছে, আগের সিজনগুলোর মতো ‘বিগ বস’র অতিথি উপস্থাপক হিসেবে দেখা যেতে পারে ফারাহ খান ও করণ জোহরকে।
প্রায় দুই দশক ধরে ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। প্রতিবারের মতো এবারের শোয়েও থাকছে নতুন নতুন চমক। থিম হতে চলেছে রাজনীতিনির্ভর।
আশা করা হচ্ছে, এবারের সিজনে প্রতিযোগী হিসেবে থাকবেন ধনশ্রী বর্মা, গৌরব খান্না, আমল মালিক, অপূর্বা মুখিজা, হুনার গান্ধী, শ্রীরাম চন্দ্র, ইন্ফুয়েন্সার মিস্টার ফইসু ও পায়েল ধারেকে, নিখোঁজ হয়ে যাওয়া অভিনেতা গুরুচরণ সিংহরা। যদিও ১৮ প্রতিযোগীর নাম এখনও গোপন রেখেছে শো কর্তৃপক্ষ।
গত ২২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘বিগ বস ১৯’র শুটিং। ইতিমধ্যেই অন্তর্জালে প্রকাশিত হয়েছে শোয়ের প্রমো। অনুষ্ঠানটি প্রথমে প্রচার শুরু হবে জি হটস্টার–এ। এরপর কালারস টিভিতে দেরিতে সম্প্রচার হবে ‘বিগ বস ১৯’ সিজনটি।
এসএন