বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো বলিউডের নতুন ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’র মোশন পোস্টার। প্রথম ঝলকেই ছবিটি দর্শকদের সামনে এক উৎসবমুখর, আবেগঘন এবং রঙিন এক জগতের আভাস দিল। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। তাঁর হাত ধরেই আবারও বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। এর আগে এই জুটি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র মতো সফল ছবি উপহার দিয়েছিল দর্শকদের।
প্রধান চরিত্রে আছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। তাঁদের সঙ্গে থাকছেন সান্যা মালহোত্রা ও রোহিত সরাফ। চার তারকার সমন্বয়ে ছবিটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। নির্মাতারা বলছেন, এতে থাকবে জমকালো উপস্থাপনা, হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ, সঙ্গীত আর হাস্যরস যা একে বছরের সেরা পারিবারিক বিনোদনমূলক ছবির আসনে বসাবে।
আগামী ২৮ আগস্ট প্রকাশ পাবে ছবির টিজার। আর পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আসছে ২ অক্টোবর, ঠিক দশেরার উৎসবের সময়ে। উৎসবের মৌসুমে পরিবার নিয়ে উপভোগের জন্য এটি হয়ে উঠতে পারে অন্যতম বড় আকর্ষণ। বলিউডের আসন্ন মুক্তির তালিকায় তাই ছবিটি ইতোমধ্যেই শীর্ষে জায়গা করে নিয়েছে।
এমকে/এসএন