পুতিন-পেজেশকিয়ানের পরমাণু ফোনালাপ, কাল ইউরোপ-তেহরান বৈঠক

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার আলোচনা করেছেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টরা। অকার্যকর হয়ে পড়া ২০১৫ সালের চুক্তি ভঙ্গের অভিযোগে ইউরোপীয় শক্তিগুলো তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার প্রেক্ষাপটে এ আলোচনা হলো।

ক্রেমলিন সোমবার জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এবং তারা ‘ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পরিস্থিতি’ নিয়ে আলাপ করেন। তবে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।

পাশাপাশি ইরানি প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, পেজেশকিয়ান ইরানের ‘সমৃদ্ধকরণের অধিকার’ সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, ইরান ‘পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না এবং কখনো চাইবেও না’।

এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা পুনঃস্থাপন করতে রাজি না হয়, তবে তারা জাতিসংঘের সেই নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের জন্য ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করবে, যা ওই চুক্তির অধীনে প্রত্যাহার করা হয়েছিল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জেনেভায় মঙ্গলবার ইউরোপের এই তিন দেশের সঙ্গে আলোচনা করবে তেহরান।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে দুই দেশ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করেছে।

বর্তমান অচলাবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর আগে ইরান নিয়মিতভাবে রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান সমন্বয় করার চেষ্টা করে আসছে। রাশিয়ার বাণিজ্যিক দৈনিক কোমেরসান্ত সোমবার জানিয়েছে, মস্কো ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।

পত্রিকাটি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘ইরানের বিরুদ্ধে পূর্বে স্থগিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য প্রক্রিয়া সক্রিয় করার হুমকি ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের পক্ষ থেকে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ।’

রাশিয়া ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএর স্বাক্ষরকারী দেশ, যার মাধ্যমে ইরানকে নিষেধাজ্ঞা শিথিলতার বিনিময়ে তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্ত দেওয়া হয়েছিল।

তেহরান চুক্তির স্ন্যাপব্যাক ধারা প্রয়োগের বৈধতা অস্বীকার করেছে এবং অভিযোগ করেছে, ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির প্রতিশ্রুতি পালন করেনি।

এ বছরের শুরুতে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও আইএইএ তা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল Aug 27, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ডাক পেল চার নতুন ক্লাব Aug 27, 2025
img
প্রেমের নতুন অধ্যায় নিয়ে আসছে ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ Aug 27, 2025
img
শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত : দুদু Aug 27, 2025
img
যমুনার পথে অগ্রসর হতে গিয়ে পুলিশের বাধার মুখে প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
যমুনার দিকে যাচ্ছেন প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
জুভেন্টাসের ‘ফ্লপ’ হয়েও ব্রাজিলের দলে জায়গা পেলেন জর্জ Aug 27, 2025
img
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান Aug 27, 2025
img
বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো প্রস্তাব আকারে পেশের পরামর্শ দিলেন জনপ্রশাসন সচিব Aug 27, 2025
img
ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তন আনছেন ট্রাম্প Aug 27, 2025
img
সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব Aug 27, 2025
img
নির্বাচনী প্রচারণার বিষয়ে ডাকসু প্রার্থীদের অতিজরুরি নির্দেশনা Aug 27, 2025
img
পেছানো হলো রাকসু নির্বাচনের তারিখ Aug 27, 2025
img
সাবাকে জুহুর বিলাসবহুল ফ্ল্যাট দিলেন হৃতিক, ভাড়া কত? Aug 27, 2025
img
সিলেটের সাদা পাথর লুটকারীরা এখন সিআইডির নজরদারিতে Aug 27, 2025
img
পৃথক তিন হত্যা মামলায় আনিসুল-সালমান কামরুলসহ ৬ জন গ্রেপ্তার Aug 27, 2025
img
বিতর্কিত গভর্মেন্টগুলোর মধ্যে ড. ইউনূসের গভর্মেন্ট একটা : মাসুদ কামাল Aug 27, 2025
img
গাড়ি কিনে সমস্যায় গ্রাহক, মামলা হলো শাহরুখ-দীপিকার নামে Aug 27, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ পর্যবেক্ষণ দিতে পারে : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান Aug 27, 2025
img
এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার অধিনায়ক মিঠুন Aug 27, 2025