চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ডাক পেল চার নতুন ক্লাব

২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু হয়েছিল। নতুন ফর‌ম্যাটের আসরটিতে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব এখনও শেষ হয়নি। ইতোমধ্যে আসন্ন আসরে প্রথমবারের মতো জায়গা পেয়েছে সাইপ্রাস, নরওয়ে, কাজাখস্তান ও বেলজিয়ামের চারটি ক্লাব।

গতকাল (মঙ্গলবার) রাতে প্লে অফ জিতে সাইপ্রাসের পাফোস এফসি এবং নরওয়ের বোডো/গ্লিমট চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্ব নিশ্চিত করেছে। পাফোস মুখোমুখি হয়েছিল রেড স্টার বেলগ্রেডের। গতকালকের ম্যাচে ১-১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে তারা ৩-২ ব্যবধানে জিতেছে। অন্যদিকে, বোডো/গ্লিমট দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতেছে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজের বিপক্ষে।

যদিও সাইপ্রাসের ক্লাব পাফোস প্রতিষ্ঠার খুব বেশি সময় হয়নি। ১১ বছর আগে উত্থান হওয়া ক্লাবটি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে চেলসি ও আর্সেনালের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নেওয়ার মাধ্যমে। ম্যাকাবি তেল আবিব ও দিনামো কিয়েভকে হারানোর পরই তারা প্লে-অফে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয়। সেখানে দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করেই সাইপ্রাসের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে।

মাস খানেক আগে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছিল চারবারের নরওয়েজিয়ান লিগ জয়ী বোডো/গ্লিমট। এবার তারা ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছে। এর আগের মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছিল বোডো/গ্লিমট। সেখানে তাদের হারিয়ে ফাইনালে উঠার পর শিরোপা উৎসবও করে টটেনহাম।

এর আগে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার টিকিট কাটে কাজাখস্তান চ্যাম্পিয়ন কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমকই দিয়েছিল কাজাখ ক্লাবটি। ওই দেশ থেকে আস্তানার পর ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে কাইরাত। এ ছাড়া সেইন্ট-জিলোয়া ২০২৪–২৫ মৌসুমে বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ইউসিএলে জায়গা পায়।

আগামী বৃহস্পতিবার মোনাকোতে আসন্ন ইউসিএলের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

এফপি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
এক বলেই ২২ রান! সিপিএলে শেফার্ডের অবিশ্বাস্য ঘটনা Aug 27, 2025
img
প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন Aug 27, 2025
img
পরিচালক ভিকি জাহেদ একজন সাইকোপ্যাথ : নিশো Aug 27, 2025
img
নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতকে ফিফার চিঠি Aug 27, 2025
img
চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ির সংস্কার কাজ দ্রুত শুরু হবে : প্রেস সচিব Aug 27, 2025
img
যদি এই সংঘাত না থামানো হয়, তাহলে মোদীর সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবো না: ট্রাম্প Aug 27, 2025
img
শহীদ শাহরিয়ার হাসান আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক Aug 27, 2025
img
ফ্রান্সসহ আরও ৪ দেশে প্রবাসীদের ভোটার করার সম্মতি পেল ইসি Aug 27, 2025
img
ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত: প্রিন্স Aug 27, 2025
img
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কমপক্ষে ২৫ জনের Aug 27, 2025
img
সৌরভ বায়োপিকের জন্য রাজকুমারের কড়া প্রস্তুতি Aug 27, 2025
img
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৮ সদস্যের কমিটি গঠন করল সরকার Aug 27, 2025
img
মার্কিন যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম শুরু করছে বাংলাদেশ Aug 27, 2025
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান Aug 27, 2025
নতুন নিয়মে একক ব্যবস্থায় বাস পরিচালনা শুরু Aug 27, 2025
শিক্ষার্থীদের গণতান্ত্রিক অভিজ্ঞতার নতুন পথ Aug 27, 2025
img
বাফুফে ও বিসিবি প্রাপ্য অর্থ না দেওয়ায় ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি এনএসসির Aug 27, 2025
img
৩০০৩ টাকায় ৩ মসজিদ-মন্দিরকে জায়গা দিল বাংলাদেশ রেলওয়ে Aug 27, 2025
img
‘সাই পল্লবীকে চিনি না’, মন্তব্য শ্বেতার Aug 27, 2025
img
সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান বাড়ল আরও এক লাখ Aug 27, 2025