সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আগামী ২০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার কোনো রাজনৈতিক সম্ভাবনা নেই। আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কোনো রাজনৈতিক অঙ্কে পড়ে না।
সোমবার (২৫ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
গোলাম মাওলা রনি বলেন, ‘যা ফিরবে না, তাকে প্ল্যাটফরম বানিয়ে কথা বলে দুটি ভুল করা হচ্ছে।
প্রথমত, যারা এটা করছেন তারা ভয় পাচ্ছেন এবং তাদের মন ও মস্তিষ্কে ভয়ের মিথষ্ক্রিয়া তৈরি হচ্ছে। এতে তাদের কর্মক্ষমতা নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, একটা অপ্রয়োজনীয় ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এখানে যেহেতু আওয়ামী লীগ নেই, তার বিষয়ে আলোচনা করারই দরকার নেই।
সঠিক কাজ হবে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, তাদের বিচার করা।’
এমআর