শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়ে যা প্রচার করা হয়, তার ২০ শতাংশ ঠিক বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, ‘শেখ মুজিবের শাসনামল দেখেছি। শুনে শুনে কথা বলছি না। বই পড়ে ইতিহাস জানছি না।
শেখ মুজিবের শাসনামল ৭২-৭৫ পর্যন্ত দুর্বিষহ শাসনামল। মানুষ অনেক কষ্ট করেছে। এখন শেখ মুজিবের শাসনামল নিয়ে যে যুক্তি দেওয়া হয়, তা ২০ শতাংশ ঠিক। বাকি ৮০ শতাংশ উনি ওনার দলের লোকদের নিয়ন্ত্রণ করেতে পারেননি।
তারা অপকর্মগুলো করেছে।’
একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল আরো বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কয়েকবার লেখা হয়েছে। একটি আওয়ামী লীগ লিখেছে, কী ছিল।
আরেকটি বামপন্থীরা লিখেছে। বামপন্থীদের মধ্যে আবার দুইবার লেখা হয়েছে। একটি মার্কসবাদী, অন্যটি পিকিংপন্থী। এরা একেকজন একেকভাবে ব্যাখ্যা করেছে। আমাদের আজকের যে প্রজন্ম, তারা বই পড়ে স্বাধীনতার ইতিহাস চেনে।
বই পড়ে শেখ মুজিবকে চেনে। আমি ওনাকে মহামানব মনে করি না। যেটা ওনার কন্যা চেষ্টা করেছিল ওনাকে মানুষ না মহামানব বানিয়ে ফেলবে।’
তিনি আরো বলেন, ‘ইতিহাসে যার যা প্রাপ্য, তাকে ততটুকুই দিতে হবে। এখন শেখ মুজিবকে নিয়ে অযথা যে সমালোচনা করা হয়, তার দশভাগের একভাগও সমালোচনা গোলাম আজমকে নিয়ে হয় না।’
টিকে/