অস্ট্রেলিয়া সিরিজের আগে ইনজুড়িতে জর্জরিত নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইল ও'রুর্কে অন্তত তিন মাসের জন্য খেলা থেকে ছিটকে গেছেন। তার কোমরের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধড়া পড়ায় আপাতত ক্রিকেট থেক দূরে থাকতে হবে। দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন ব্যাটার ফিন অ্যালেনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে নাকাল নিউজিল্যান্ড। অলরাউন্ডার গ্লেন ফিলিপসও এই সিরিজ থেকে ছিটকে গেছেন। শঙ্কা আছে অধিনায়ক মিচেল স্যান্টনারকে নিয়েও।

ও'রুর্কে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠে অস্বস্তি অনুভব করেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হবে। এ সময়ে নিউজিল্যান্ড সাদা বলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। আপাতত তিনি তিন মাসের কন্ডিশনিং প্রোগ্রামে অংশ নেবেন, এরপর ফেরার একটি সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হবে। কোচ রব ওয়াল্টার আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি এতটা গুরুতর হবে না যে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে ওয়াল্টার বলেন, 'আমরা এই মুহূর্তে উইলের জন্য সত্যিই কষ্ট পাচ্ছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি। ক্যারিয়ারের শুরুটায় সে অসাধারণ ছিল, তাই এমন ইনজুরি আসাটা স্বাভাবিকভাবেই হতাশাজনক। তবে সে দৃঢ় মানসিকতার ছেলে, কঠোর পরিশ্রম করে আরও শক্তিশালী হয়ে ফিরতে সে প্রতিজ্ঞাবদ্ধ।'

তিনি আরও যোগ করেন, 'আমরা তিন মাসের সেই সময়সীমা নিয়েই আশাবাদী। স্ট্রেস ফ্র্যাকচার মূলত ফাস্ট বোলিংয়ের অংশ হিসেবেই ধরা হয়, তবে তা সত্ত্বেও কখনওই ভালো লাগে না। তিন মাস শেষে আমরা আবার মূল্যায়ন করব, আশা করি সুস্থতার প্রক্রিয়া ভালোভাবে চলবে এবং এরপর ফেরার পথে কাজ শুরু করা যাবে।'

এদিকে গ্লেন ফিলিপস কুচকির ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজেও দলে ছিলেন না। অক্টোবরে মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ম্যাচগুলোও মিস করবেন এই অলরাউন্ডার। এদিকে ফিন অ্যালেন তার ডান পায়ের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য অস্ত্রোপচার করিয়েছেন, এবং তাকেও তিন মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

অন্যদিকে, মিচেল স্যান্টনারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। হান্ড্রেড থেকে ফেরার পর তিনি গ্রোয়েন পেইনে ভুগছেন এবং তার অ্যাবডোমিনাল সার্জারি লাগবে।

ওয়াল্টার বলেন, মিচ বিশ্বমানের খেলোয়াড় এবং আমাদের টি-টোয়েন্টি দলের দক্ষতা ও নেতৃত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা তাকে দলে রাখব যখন স্কোয়াড ঘোষণা করব। এরপর বিশ্রাম ও পুনর্বাসন কেমন হলো তার ওপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।'

'গ্লেন ও ফিনকে হারানো হতাশাজনক, কারণ সাম্প্রতিক সময়ে তারা আমাদের টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ব্যাটিং ভূমিকা পালন করেছে। তবে যেমনটা জিম্বাবুয়ে সফরে হয়েছিল, এবারও তাদের না-থাকা অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর।'

ফাস্ট বোলার বেন সিয়ার্স জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারেননি, তবে তিনি সুস্থ হয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সাবেক বনমন্ত্রী ও প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক Aug 26, 2025
img
রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা Aug 26, 2025
img
নাফ নদী থেকে ফের ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি Aug 26, 2025
img
শান্তিরক্ষায় যোগ দিতে ঢাকা ছাড়ল ১৮০ সদস্যের পুলিশ দল Aug 26, 2025
img
দরকার হলে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান Aug 26, 2025
img
বিচার বিভাগের সাবেক জজ এখন বিটিআরসির কমিশনার Aug 26, 2025
img
সংস্কারে কর্ণপাত না করলে রাজনৈতিক দলগুলোকেই মাসুল দিতে হবে: বদিউল আলম Aug 26, 2025
img
কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে: আমিনুল হক Aug 26, 2025
img
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে Aug 26, 2025
img
অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক Aug 26, 2025
img
চীন ও রাশিয়ার সম্পর্ক বিশ্বশক্তির মধ্যে সবচেয়ে স্থিতিশীল : শি Aug 26, 2025
img
ইয়াশের ‘টক্সিক’ এ ৪৫ দিনের টানা অ্যাকশন শুটিং Aug 26, 2025
img
প্রিয়জন হারালেন প্রসেনজিৎ Aug 26, 2025
img
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের সূচি প্রকাশ করল ব্রাজিল Aug 26, 2025
img
নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত Aug 26, 2025
img
শাকিব ‘মটু’ বলায় ওজন কমালেন অপু বিশ্বাস!‍ Aug 26, 2025
img
ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ Aug 26, 2025
img
চিরঞ্জীবি-রাভিপুদি যুগলের সবচেয়ে বড় নন-থিয়েট্রিকাল ছবির ডিল সম্পন্ন Aug 26, 2025
img
অনেক সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে : সেলিমা রহমান Aug 26, 2025
img
এবার যশরাজ ফিল্মসের নতুন প্রজেক্টের মূখ্য চরিত্রে থাকবে অনিত পাড্ডা Aug 26, 2025