২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডান ফন নিকার্ক। তবে অবসর ভেঙে আবারো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলন করার জন্য ডাকা হয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দলের সাবেক এই অধিনায়ককে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আসন্ন এই আসরের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এও অনুশীলন ক্যাম্পের দলে ডাক পেয়েছেন ২০ জন ক্রিকেটার। এই ২০ জনের তালিকায় আছেন নিকার্ক।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে, নিজের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন নিকার্ক। একই সঙ্গে ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমাও চেয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।
তিনি লিখেছেন, 'অবসরের সময়টা আমাকে মনে করিয়ে দিয়েছে যে, আমার দেশের প্রতিনিধিত্ব করা আমি কতটা মিস করেছি। আবারও সেই সুযোগটি পেতে সবকিছু করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।'
এই সপ্তাহে ডারবানে অনুশীলন করবে প্রোটিয়ারা। এই ২০ জনের স্কোয়াড থেকেই ৫ জনকে বাআদ দিয়ে ঘোষণা করা হবে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল। ফলে নিকার্কের জন্য এই অনুশীলন ক্যাম্প ফেরার বড় মঞ্চ।
অবশ্য বিশ্বকাপের আগে পাকিস্তান নারী দলের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা নারী দল। আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত লাহোরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। যা বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই নিচ্ছে দুই দলই।
এমকে/এসএন