বহুল প্রতীক্ষিত ‘গুস্তাখ ইশ্ক’–এর টিজার অবশেষে প্রকাশ্যে এলো। দর্শকের সামনে ধরা দিল এক চিরন্তন প্রেমকাহিনি, যেখানে ফুটে উঠেছে নিষিদ্ধ প্রেমের আবেগ, আকাঙ্ক্ষা আর গভীর টানাপোড়েন।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় বর্মা ও ফাতিমা সানা শেখ। প্রথম ঝলকেই ধরা পড়েছে তাঁদের মধ্যে সূক্ষ্ম রসায়ন, যা গল্পকে করেছে আরও রহস্যময় ও আবেগঘন। পুরোনো দিনের আবহে নির্মিত এই প্রেমকাহিনি প্রতিশ্রুতি দিচ্ছে এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতার।
আরও চমক হিসেবে দেখা মিলেছে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর। টিজারে তাঁর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে কাহিনির গভীরে লুকিয়ে থাকা দ্বন্দ্ব ও নাটকীয়তার।
এই ছবির প্রযোজনার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় নাম লেখালেন বলিউডের জনপ্রিয় ডিজাইনার মানিশ মালহোত্রা। নিজের প্রযোজনা সংস্থা থেকে তিনি উপহার দিচ্ছেন এক ভিন্নধর্মী প্রেমকাহিনি—যা ইতিমধ্যেই আলোচনায় এসেছে “দুঃসাহসী প্রেমের গল্প” হিসেবে।
চমৎকার ভিজ্যুয়াল, শক্তিশালী অভিনয় আর স্তরবিন্যাস করা গল্প বলার ভঙ্গি—সব মিলিয়ে ‘গুস্তাখ ইশ্ক’ হয়ে উঠছে এক আবেগময় সিনেমাটিক অভিজ্ঞতা, যেখানে ভালোবাসা লড়াই করবে সকল বাধার বিরুদ্ধে।
এফপি/ টিকে