বলিউড অভিনেতা কার্তিক আর্যন এবার নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। শেরশাহ নির্মাতা বিশ্বনুবর্ধন পরিচালিত একটি জোম্বি থ্রিলারের মুখ্য চরিত্রে তিনি অভিনয় করবেন। ভিন্ন ধারার সিনেমায় একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা কার্তিক এবার জোম্বি থ্রিলারের মাধ্যমে সিনেমার এক নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছেন, যা তার ক্যারিয়ারের জন্য এক সাহসী পদক্ষেপ বলে ধরা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে জোম্বি ভিত্তিক গল্প নিয়ে কাজ করার ইচ্ছে ছিল কার্তিকের। বিশনুভর্ধনের উত্তেজনাপূর্ণ গল্প শুনেই তিনি অবিলম্বে প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। আনুষ্ঠানিক চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, তবে ছবিটি ২০২৬ সালের জুলাই মাসে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি তার চলমান প্রকল্প নাগজিলা ও ক্যাপ্টেন ইন্ডিয়া শেষ করবেন।
অভিনেতা কার্তিক আর্যন যিনি ভুল ভূলিয়া ২-এ ব্যবসাসফলতা অর্জন করেছেন এবং চাঁদু চ্যাম্পিয়ন-এ সমালোচক প্রশংসা পেয়েছেন, তিনি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। বিশ্বনুবর্ধনের পরিচালনায় এবং উচ্চ বাজেটের সহায়তায় এই জোম্বি থ্রিলার ভারতীয় সিনেমায় নতুন উত্তেজনা ও ভিন্ন রূপের দর্শন উপহার দেওয়ার প্রতিশ্রুতি রাখছে।
এমকে/এসএন