মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল চা বাগান সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিক ও ১৩ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিজিবি টহল দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ জানায়, বিএসএফ নারী-পুরুষ ও শিশুসহ ১৬ জনকে সীমান্ত দিয়ে ঠেলে দেয়। আটক বাংলাদেশিদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। আর রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ নারী ও ৪ শিশু আছে।
বিজিবি জানায়, টহলের সময় কুমারশাইল চা বাগান এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিচয় শনাক্ত করে থানায় হস্তান্তর করা হবে।
এমআর/এসএন