স্বরূপে ফিরতে শুরু করেছে সিলেটের সাদা পাথর। উদ্ধার হওয়া পাথর পুনরায় প্রতিস্থাপন করা হচ্ছে স্পটে। লুটের ঘটনায় মন্ত্রীপরিষদ বিভাগের কমিটি গঠনের ৬ দিনের মাথায় ৫ সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন সাদা পাথর এলাকা।
জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, এখন থেকে যার কাছেই লুটের পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। আর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, লুটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করেন। এসময় তারা স্পট ঘুরে দেখেন এবং কথা বলেন স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে।
জানা গেছে, এখন পর্যন্ত লুট হওয়া প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এগুলো ধুয়ে-মুছে প্রতিস্থাপনে প্রতিদিন কাজ করছেন প্রায় ৫০০ শ্রমিক।
এদিকে, লুট হওয়া পাথর ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকের দেওয়া তিন দিনের আল্টিমেটাম শেষ হয়েছে মঙ্গলবার। সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান -এখন থেকে যার কাছেই লুটের পাথর পাওয়া যাবে, তার বিরুদ্ধেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সারওয়ার আলম বলেন, আজকের পরে কারও কাছে পাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কাল থেকে শুরু হবে। কারও কাছে পাথর থেকে থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
আর পুলিশ সুপার জানিয়েছেন, লুটের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করে তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এদিকে, জেলা প্রশাসকের ৭ পৃষ্ঠার প্রতিবেদনে করা হয়েছে ১০টি সুপারিশ। আর মন্ত্রীপরিষদ বিভাগের কমিটি ১০ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।
পিএ/টিএ