নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে আয়োজিত এক বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ট্রাইব্যুনাল তদন্ত চালিয়ে জুলিয়াস সিজারের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং শিক্ষার্থী নির্যাতনের প্রমাণ পায়। এরপর ট্রাইব্যুনাল প্রার্থিতা বাতিলের সুপারিশ করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নেবে।
চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, রিটার্নিং কর্মকর্তারা প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই ট্রাইব্যুনালের সুপারিশ সিন্ডিকেটে পাঠানো হয়েছে। বিচারাধীন থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে জুলিয়াস সিজারের নাম প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল বুধবার (২৭ আগস্ট) সিন্ডিকেট সভায় জুলিয়াস সিজারের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
পিএ/টিএ