বলিউডের জনপ্রিয় ডিম্পল কুইন প্রীতি জিনতা দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভাইয়াজি সুপারহিট ছবিতে। এরপর থেকে একেবারেই আড়ালে ছিলেন এই অভিনেত্রী। তবে এবারের প্রত্যাবর্তন শুধুই বলিউড নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও হচ্ছে তার পুনর্জাগরণ।
সবচেয়ে নিশ্চিত যে কাজটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে, সেটি হলো লাহোর ১৯৪৭। ছবিটি নির্মাণ করছেন আমির খান এবং প্রযোজক হিসেবেও আছেন তিনি। এখানে প্রীতির বিপরীতে অভিনয় করছেন সানি দেওল। শুধু তাই নয়, আমির খানকেও দেখা যাবে একটি বিস্তৃত চরিত্রে। এই ছবির মধ্য দিয়ে দর্শকরা আবারও দেখতে পাবেন ভক্তনন্দিত এক জুটিকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মুক্তি পেতে পারে ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে।
এদিকে গুঞ্জন রয়েছে, সঞ্জয় লীলা বনশালীর বহুল আলোচিত ওয়েব সিরিজ হীরামণ্ডি-র দ্বিতীয় মৌসুমে যোগ দিতে পারেন প্রীতি। অনলাইনে ভক্তরা ইতিমধ্যেই এই সম্ভাবনাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি তিনি আলোচনায় আছেন যশরাজ ফিল্মসের প্রস্তাবিত একটি রোমান্টিক ক্রাইম নাটক নিয়েও।
তবে প্রীতির ফেরাটা শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়। তিনি ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন হলিউডের একটি সিরিজে, যেটি নির্মাণ করছেন মিন্ডি ক্যালিং এবং লেনা ডানহাম। আন্তর্জাতিক পর্যায়ে এই কাজটি প্রীতির ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই ধারণা করছেন সমালোচকরা।
একসঙ্গে বলিউড ও হলিউডে এতগুলো প্রকল্প হাতে পাওয়া নিঃসন্দেহে প্রীতি জিনতার জন্য এক মহাগৌরবের মুহূর্ত। দীর্ঘ বিরতির পর এমন বহুমাত্রিক প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য একেবারেই আনন্দের সংবাদ।
পিএ/টিএ