আসন্ন নেদারল্যান্ডস সিরিজের আগে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এই প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলছে তারা। যেখানে বিসিবি লাল দলকে ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে বিসিবি সবুজ দল।
সিলেটে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে বিসিবি সবুজ দল। জবাবে খেলতে নেমে মাত্র ১৩৬ রানে অলআউট হয় লাল দল।
বিসিবি সবুজ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন তারা। তবে শান্ত ইনিংস বড় করতে পারেননি। ড্রেসিং রুমে ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।
তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মাহফিজুল। দ্বিতীয় উইকেটে সৌম্যকে সঙ্গে নিয়ে ৮২ রানের জুটি গড়েন মাহফিজুল। এই জুটি ভাঙেন তাওহীদ হৃদয়। ৭ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরেন মাহফিজুল।
মাহফিজুলের মতো হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সৌম্যকেও। খালেদের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪১ রান করেন তিনি। শেষের দিকে তিন ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন জাকের।
লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি লিটন দাসের বিসিবি লাল দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনদের নিয়ে গড়া লাল দল অল আউট হয়েছে মাত্র ১৩৬ রানে।
পিএ/টিএ