মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বাসাইল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ হাসান(২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কালার চরব্রিজের গোড়ায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জুনায়েদ বিক্রমপুর মডেল টাউন ডেভেলপার কোম্পানিতে চাকরি করেন। তিনি লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের জুয়েল সরদারের ছেলে।
গুলিবিদ্ধ জুনায়েদ হাসান জানান, সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নামি বাসাইল ব্রিজের গোড়ায়। তখন মোটরসাইকেলযোগে আসা ৩ অজ্ঞাত পরিচয় মুখোশধারী ও হেলমেট পরিহিত দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়। সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে তারা পরপর তিন রাউন্ড গুলি করে। এতে আমার ডান কোমর ও দুই পায়ের রানে গুলি লাগে।
তিনি আরো জানান, দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন দুটি গুলি বের হয়ে গেলেও ডান কোমরেরটি এখনও রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি বলতে পারছি না। আমার জানা মতে কারো সঙ্গে শত্রুতা ছিল না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই যুবকের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশ অবগত আছে।
এমকে/এসএন