এক সময় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। বর্তমানে প্রভা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানেই নতুন পেশায় মনোযোগ দিচ্ছেন।
অভিনয় থেকে দূরে সরে গেলেও প্রভা নিজেকে হারিয়ে যেতে দেননি। সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। প্রায়ই নিজের নানা মুহূর্তগুলো ভাগ করেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। কিন্তু এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী। সাধারণত তিনি কোনো বাজে মন্তব্যের জবাব না দিলেও এবার একরকম জবাব দিতে বাধ্য হয়েছেন প্রভা।
অনেক বছর আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিলো অভিনেত্রীকে নিয়ে; তার মধ্যে একটি ইস্যু ছিলো এক ব্যক্তিগত ভিডিও নিয়ে। সে প্রসঙ্গে প্রভার হিজাব পরা সেই ছবিতে একটি নেতিবাচক মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক ইউজার।
এর জবাবে প্রভা লেখেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’
বলা বাহুল্য, প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন তার ভক্তরা।
এসএন