সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যুর হয়নি। তবে এসময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন।
মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৮ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫১৪।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
এর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমআর/এসএন