ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এলাকায় ট্রাকচাপায় নাহিদ রেজা রাসেল (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেলে আশুগঞ্জ বাজার সংলগ্ন এলাকার আব্দুল মোতালিবের ছেলে। তিনি শহরের ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।
রাসেলের বন্ধু ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাজী আসফাক শফিক আনান জানান, মঙ্গলবার রাতে রামরাইল এলাকায় একটি পাম্পে মোটরসাইকেলে তেল ভর্তি করে মহাসড়কে উঠার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারতের কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, মোটরসাইকেলটি দুটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চলে যায় ওই ব্যাংক কর্মকর্তা। পড়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিএ/টিএ