পাঞ্জাবি সেনসেশন সোনাম বাজওয়া এবার ঝড় তুললেন বলিউডে। টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি ৪’-এর আইটেম সং ‘আকেলি লাইলা’-তে তার ঝলমলে উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায়। বলিউডে ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে অভিষেক করার পর এ গান দিয়েই যেন নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরলেন সোনাম।
গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। তালে-তালে দাপটের নাচ আর সোনামের অনবদ্য উপস্থিতি মিলিয়ে গানটি এখনই পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলছেন, এটি হতে চলেছে বছরের নাচের অ্যান্থেম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন পায়েল দেব। সুর করেছেন পায়েল দেব ও আদিত্য দেব। র্যাপ করেছেন প্যারাডক্স, আর গানের কথা লিখেছেন দানিশ সাবরি ও প্যারাডক্স।
সাজিদ নাদিওয়ালা প্রযোজিত এবং এ. হর্ষ পরিচালিত ‘বাঘি ৪’তে থাকছে জমজমাট অ্যাকশন, উত্তেজনাপূর্ণ ড্রামা আর দর্শককে মাতিয়ে দেওয়ার মতো বিনোদনের সমাহার। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
এসএন