পায়ে পায়ে পথ চলার ৪০ বছর। বর্ষীয়ান তারকা দম্পতি অনুপম খের ও কিরণ খের পূর্ণ করলেন তাঁদের দাম্পত্যজীবনের ৪০ বছর। ২৬ আগস্ট ১৯৮৫ সালে চারহাত এক হয় তাঁদের। এদিন বিবাহবার্ষিকীতে দীর্ঘ এই দাম্পত্যজীবনের পথ চলা নিয়ে বন্ধু-স্বামী অনুপম খেরকে খোলা চিঠি লিখলেন সোশাল মিডিয়ার পাতায় কিরণ।
দু’জনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কিরণ লেখেন, ‘প্রিয় বন্ধু ও জীবনসঙ্গী এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার জীবনের সেরা সময়টা তোমার সঙ্গে কাটানো। হাসি-মজায় জীবন পার করলাম আমরা। ঈশ্বর সবসময় তোমাকে ভালো রাখুন। শুভ বিবাহবার্ষিকী।’ কিরণের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার সবচেয়ে প্রিয় দম্পতি।’ কেউ আবার লিখেছেন, ‘ভগবান আপনাদের মঙ্গল করুন।’
এফপি/ এস এন