ব্রাজিল স্কোয়াডে না থাকায় নীরবতা ভাঙলেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবলের বাইরে প্রায় দুই বছর হতে চলল। ২২ মাস পর তার জাতীয় দলে ফেরার আগমুহূর্তেই ফের পড়েছেন দুর্ভাগ্যের চোটে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। যা নিয়ে তিনি এখনও প্রতিক্রিয়া দেখাননি। তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সান্তোসের অনুশীলনে ঊরুতে চোট ধরা পড়ে নেইমারের। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে সান্তোস। সেই চোটই ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও আগস্টের শেষ নাগাদই সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ব্রাজিল কোচ পূর্ণ ফিট খেলোয়াড়দের তার স্কোয়াডে চান।



এদিকে, সান্তোসের ক্যাম্পে ফেরার আগে জিমে চোট পুনর্বাসন শুরু করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব ছবির সঙ্গে একটি ক্যাপশন দিয়েছেন এই সেলেসাও তারকা, ‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে না–ও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।’

বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। যার জন্য দল ঘোষণার সময় নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছিল গত সপ্তাহে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। বাছাইপর্বের ধাপটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।’

একইসঙ্গে নেইমারকে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই বলেও মনে করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ, ‘নেইমারকে নতুন করে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। আমরা তাকে যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সেজন্য তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

একইভাবে ব্রাজিলের স্কোয়াডে রদ্রিগোর অনুপস্থিতির প্রসঙ্গও তোলা হয় আনচেলত্তির সামনে। জবাবে তিনি খেলোয়াড়দের ডাক পাওয়ার নেপথ্যে পূর্ণ ফিট থাকার শর্তটি স্মরণ করিয়ে দিয়েছেন।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ডিএমপির নতুন ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম Aug 27, 2025
img
ঢাবি শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর অঙ্গীকার সাদিক কায়েমের Aug 27, 2025
img
ডাকসু ভোটের ফলাফল নিয়ে উমামার শঙ্কা Aug 27, 2025
img
খেটে খাওয়া মানুষের ওপর যেকোনো অন্যায় চাপিয়ে দেওয়া যায় : জোনায়েদ সাকি Aug 27, 2025
img
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ Aug 27, 2025
img
দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিল প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
মামুনের সাথে আমার বয়সের পার্থক্য ২৫ বছর: লায়লা Aug 27, 2025
img
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের রোল মডেল : ধর্ম উপদেষ্টা Aug 27, 2025
img
শর্তে বেটিসে ফেরার পথে অ্যান্তোনি, ম্যানইউয়ের সাথে সমঝোতা Aug 27, 2025
img
জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন শহীদ আবু সাঈদ : চিফ প্রসিকিউটর Aug 27, 2025
নির্বাচনকে বIনচাল করার জন্য কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে Aug 27, 2025
রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা Aug 27, 2025
চীনা বিনিয়োগে ভোলা ইকো-ডেভেলপমেন্ট জোন Aug 27, 2025
রেলওয়ের জায়গায় মসজিদ ও মন্দিরের জন্য জমি হস্তান্তর Aug 27, 2025
জাকসু নির্বাচন:প্রেস ব্রিফিং করে যা বললেন স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ শেখ(জিসান) Aug 27, 2025
img
‘সবজিওয়ালার থেকেও রেহাই পাইনি’ Aug 27, 2025
img
খুনের খেলায় মেতেছে আওয়ামী দোসররা: ফখরুল Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাল হাসনাত আব্দুল্লাহ Aug 27, 2025
img
কুমার শানুর সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও আবারও শিরোনামে কুনিক্কা Aug 27, 2025
img
অনুশীলনে ফিরলেন মেসি, তবে সেমিফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা Aug 27, 2025