বলিউডের বহুল আলোচিত ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স বড় ধাক্কা খেলো ওয়ার টু ছবির অপ্রত্যাশিত বক্স অফিস ভরাডুবির কারণে। ছবিটির ভরাডুবি শুধু বলিউডকে অবাকই করেনি, বরং থেমে গেছে এনটিআর জুনিয়রের জন্য পরিকল্পিত সেই বিশেষ একক চলচ্চিত্রও।
শুরুতে পরিকল্পনা ছিল, ওয়ার টু-তে হৃতিক রোশনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এনটিআর জুনিয়রের চরিত্র। এরপর সেই চরিত্রকে ঘিরে আলাদা ফ্র্যাঞ্চাইজির সূচনা করা হবে। কিন্তু ওয়ার টু যখন বক্স অফিসে আশানুরূপ সাড়া আনতে ব্যর্থ হলো, ইয়াশ রাজ ফিল্মসের সেই স্বপ্নের পরিকল্পনা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
এই ধাক্কার পর এনটিআর জুনিয়র আবার মনোযোগ দিচ্ছেন কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত প্রজেক্টে। শিল্প মহলের ধারণা, অ্যাকশন-ভরপুর এই ছবিটিই হতে পারে এনটিআর জুনিয়রের ক্যারিয়ারের পরবর্তী মোড় ঘোরানো কাজ, যা ইয়াশ রাজ ফিল্মসের থেমে যাওয়া পরিকল্পনার শূন্যতা পূরণ করবে।
এসএন