ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন অন্য যে কোন দেশের চেয়ে বেশি খুশি হয়েছিলো ভারতের জনগণ।এমনকি দিল্লির মোদী সরকারও তাদের উচ্ছ্বাস ঢেকে রাখতে পারেনি। এমনকি ট্রাম্পের নামে মন্দির ও মূর্তি বসিয়ে প্রতিদিন পূজার খবরও শিরোনাম হয়েছিলো ওই সময়।
সময়ের পরিক্রমায় সেই ট্রাম্পই এখন মোদীর কাছে সবচেয়ে বড় এক অস্বস্তির নাম। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের জেরে ব্রাজিলের পর দেশটির উপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে করে ভারতের রপ্তানি বাণিজ্য বড় ধরনের ধাক্কা খেলেও, ওয়াশিংটনের প্রতি দৃঢ় মনোভাব দেখিয়ে যাচ্ছে দিল্লি।
বুধবার থেকে ভারতের উপর নতুন বাড়তি শুল্ক কার্যকর হবার আগে দিন মোদীকে নিয়ে যেন রীতিমতো বড় বোমাই ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভয়ংকর মানুষ’ হিসাবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন ভারত-পাকিস্তান যুদ্ধের নতুন সব তথ্য।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে আমি মোদীকে ফোন করি। তাকে জিজ্ঞেস করি, পাকিস্তানের সঙ্গে কী চলছে? আমি তাকে একজন অত্যন্ত ভয়ংকর মানুষ মনে করি। ফোনকলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরোনো-শত শত বছরের শত্রুতার মতো।
ট্রাম্প খোলামেলাভাবে আরও বলেন, ফোনকলে তিনি মোদীকে বলেছিলেন, তিনি দিল্লি সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চান না। এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ হবে। পরের দিন ফোন করার কথা জানিয়ে ট্রাম্প জানিয়ে দেন, যুদ্ধ থামাতে হবে, না হলে এমন শুল্ক বসাবেন যাতে ভারতের মাথা ঘুরে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। এক পর্যায় গত ৪ মে পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বা এবং জইশ-ই মোহম্মদের আস্তানায় ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত।
অপারেশন সিঁদুরের জবাব দিতে ৭ মে থেকে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দাবি, তাদের অপারেশনে ভারতে ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। টানা পাঁচ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর ৯ তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ।
যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি। বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয় নয়াদিল্লির। সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, রুশ সংশ্লিষ্টতা অজুহাত মাত্র।
এমআর/টিএ