ফুটবলে হেড কোচই সর্বেসর্বা। বিশ্ব জুড়েই এটা প্রচলিত। বাংলাদেশ অ-২৩ ফুটবল দলের ক্ষেত্রে যেন ব্যতিক্রম। সাইফুল বারী টিটু হেড কোচ থাকলেও সিনিয়র জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাই যেন অ-২৩ দলেরও অলিখিত প্রধান।
অ-২৩ দল গতকাল বাহরাইন থেকে এসেছে। আজ জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় অনুশীলন করে। জায়ান-মোরসালিনদের অনুশীলনে ছিলেন ক্যাবরেরা। তার নির্দেশনায় হয়েছে আজকের অনুশীলনও। একাধিক মাধ্যমে বিষয়টি জানা গেছে। শুধু আজই নয় অ-২৩ দল বাহরাইন যাওয়ার আগে কিংস অ্যারেনাতেও অনুশীলন করিয়েছিলেন ক্যাবরেরা।
অ-২৩ দল বাহরাইন যাওয়ার আগে কিংস অ্যারেনায় অনুশীলন করেছে। বাহরাইন থেকে ফিরে এবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে। কারণ ক্যাবরেরা সিনিয়র দলকে এখানেই অনুশীলন করান। দুই দলকে একসঙ্গে দেখতে পারবেন। অ-২৩ দল যেমন তদারকি করছেন তেমনি ছোটনের সাফ অ-১৭ ক্যাম্পেও বাগড়া দিয়েছেন। বসুন্ধরা কিংস ফুটবলার না ছাড়ায় ছোটনের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় দলে অনুশীলন করাচ্ছেন।
আগামী পরশু দিন রাতে ভিয়েতনামের উদ্দেশ্য রওনা হবে বাংলাদেশ অ-২৩ দল। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন। ইতালি থেকে সরাসরি ভিয়েতনামে পৌঁছাবেন ফাহমিদুল ইসলাম। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল আজ বাংলাদেশ দলে প্রথম অনুশীলন করেছেন। অ-২৩ দলে বাংলাদেশের আর্মব্যান্ড থাকবে শেখ মোরসালিনের হাতে।
এমকে/টিএ