প্রেমের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’। আসন্ন দিওয়ালিতে দর্শকরা এক প্রেম উৎসবের সাক্ষী হতে যাচ্ছেন। এই সিনেমার প্রথম প্রমোশনাল ভিডিও ‘ফার্স্ট পাঞ্চ’ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনার ঢেউ তৈরি করেছে।
প্রকাশিত ভিডিওতে প্রেম, আবেগ ও নাটকের সমন্বয় ফুটে উঠেছে, যা আসন্ন উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সিনেমার নির্মাতা এবং অভিনয়শিল্পীরা দর্শকদের নতুন ধরণের প্রেমের গল্প উপহার দিতে প্রস্তুত। ভক্তরা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই প্রমোশনাল পোস্ট নিয়ে আলোচনা শুরু করেছেন।
‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ দিওয়ালিতে মুক্তি পাবে এবং এটি প্রেম, হাস্যরস ও আবেগের এক চমকপ্রদ মিশ্রণ হিসেবে দর্শকদের সামনে হাজির হবে।
এফপি/ টিএ