প্রবল বর্ষণে বাতিল হয়েছে বিমান। লেহ-তে আটকে পরেছেন অভিনেতা আর মাধবন। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা। একইসঙ্গে জানিয়েছেন ২০০৮ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবির শুটিংয়ে এসেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি।
হোটেলের ঘরের জানলা দিয়ে দেখতে পাওয়া বর্ষণমুখর আবহাওয়ার ছবি ক্যামেরাবন্দি করেছেন। এবং একইসঙ্গে বলেছেন, “আগস্টের শেষ ইতিমধ্যেই লাদাখের পাহাড়চূড়ায় বরফ জমতে শুরু করেছে। তবে এই মুহূর্তে লেহ-তে প্রবল বৃষ্টি হচ্ছে গত চারদিন ধরে। আর সেই কারণেই বিমান বাতিল হয়েছে। ঘরে আটকে পরেছি প্রকৃতির রোষের কারণে। আসলে আমি যখনই এখানে শুটিং করতে আসি তখনই প্রকৃতির এমন রূপ দেখি।
একইসঙ্গে ২০০৮ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবির শুটিংয়ের স্মৃতি উসকে দেন মাধবন। জানিয়েছেন, “আমি এখানে শেষ ২০০৮ সালে এসেছিলাম ‘থ্রি ইডিয়ট ছবির শুটিংয়ে। তখনও আমাদের অপেক্ষা করতে হয়েছিল কারণ চারিদিক বরফে ঢাকা ছিল আর এখন বৃষ্টি। তবে প্রকৃতি সবসময়ই এখানে অসম্ভব সুন্দর। আশা করছি খুব তাড়াতাড়ি আকাশ পরিষ্কার হয়ে গিয়ে আবহাওয়া ভালো হবে এবং কগুব তাড়াতাড়ি ফিরতে পারব। তবে এমন রূপ দেখতেও মন্দ লাগছে না, বরং বেশ ভালো লাগছে।”
এসএন