বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, এখন যারা সংবিধান পরিবর্তনের কথা বলে তারা মুক্তিযুদ্ধ দেখেনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, এই মুহূর্তে সংবিধান পরিবর্তন হবে না। নির্বাচনের পর জনগণের প্রতিনিধিত্ব করা নির্বাচিত প্রতিনিধিরাই পারবে সংবিধান সংশোধন করতে।
তিনি বলেন, আমরাও মুক্তিযোদ্ধা হিসেবে সেসময় সংবিধানে মতামত দিয়েছিলাম। তাই এটিকে পুরোপুরি ফেলে দেওয়ার কথা নয়।
আওয়ামী লীগের মতো পরিণতি যেন বিএনপির না হয় সে ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১-এ বিরোধিতা করা রাজনৈতিক দল এখন বিএনপিকে ঠেকাতে চায়।
এমআর/এসএন