সাত বছর পর চীন যাচ্ছেন মোদি, বৈঠক করবেন জিনপিংয়ের সাথে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে সাত বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন হবে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাত বছরের বেশি সময় পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। ২০২০ সালে ভারত-চীনের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশ উত্তেজনা কমাতে ধারাবাহিকভাবে কাজ করছে। এই সফরকে সেটি কাটিয়ে ওঠার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

এর আগে গত বছর রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী একই মঞ্চে মুখোমুখি হয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তন্ময় লালকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এসসিও সম্মেলনে ভারতের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বাণিজ্য, সংযোগ, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা।

এনডিটিভি বলছে, নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে পাঁচ বছর ধরে চলা সীমান্ত উত্তেজনার পর সাম্প্রতিক সময়ে দুই দেশের শীর্ষ কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের ওপর নতুন করে শুল্কারোপের বিষয়টিও নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

সূত্র বলছে, এসসিও সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন করা হয়েছে।

এসসিও সম্মেলন ২০২৫
আগামী রোববার (৩১ আগস্ট) থেকে চীনের বন্দর শহর তিয়ানজ়িনে ‘সাংহাই সহযোগিতা সংস্থা’ বা এসসিও সম্মেলনে ২০টিরও বেশি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে চীন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশকিছু নেতা যোগ দেবেন।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের এসসিও সম্মেলনটি ২০০১ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি একে ‘আন্তর্জাতিক সম্পর্কের নতুন ধারা নির্মাণে একটি গুরুত্বপূর্ণ শক্তি’ হিসেবে বর্ণনা করেন।

নিরাপত্তা-কেন্দ্রিক এই জোটটি প্রথমে ছয়টি ইউরেশীয় দেশের অংশগ্রহণে গঠিত হলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি প্রসারিত হয়ে ১০টি স্থায়ী সদস্য এবং ১৬টি সংলাপ ও পর্যবেক্ষক দেশের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতার বাইরে সম্প্রসারিত হয়ে সম্প্রতি অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার দিকেও অগ্রসর হয়েছে এসসিওর কার্যক্রম।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রজনীকান্তের কুলির পর এবার আইম্যাক্স বিতর্কে লোকাহ চ্যাপ্টার ১ Aug 29, 2025
img
সোহান-সাইফকে দলে পেয়ে খুশি লিটন Aug 29, 2025
img
কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান পূজারা Aug 29, 2025
img
৫১ বাংলাদেশি জেলে আটক, আরাকান আর্মিকে বিজিবির চিঠি Aug 29, 2025
img
ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে: উমামা ফাতেমা Aug 29, 2025
img
গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা Aug 29, 2025
img
জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা Aug 29, 2025
img
ভারত-কানাডা সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নতুন হাইকমিশনার নিয়োগ Aug 29, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 29, 2025
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নিয়ে হুশিয়ারী দিলেন জামায়াত নেতা Aug 29, 2025
বিশ্ব অর্থনীতির ভারসাম্য দ্রুত এশিয়ার দিকে সরে যাচ্ছে: পুতিন Aug 29, 2025
দাবি নিয়ে যা জানালো প্রকৌশল শিক্ষার্থীরা Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া Aug 29, 2025
পাঠ্যবই ছাপানোয় অনিয়ম ঠেকাতে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্তে সরকার Aug 29, 2025
ভোটে জিতি বা না জিতি, সবার মন জয় করেছি - সর্ব মিত্র চাকমা Aug 29, 2025
যারা পিআর বুঝেনা তাদের রাষ্ট্রক্ষমতা চালানো নিয়ে প্রশ্ন তুললেন তাহের Aug 29, 2025
সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই ছাত্র সংসদ নির্বাচনের Aug 29, 2025
১ বছর কারাগারে থেকেও বদলায়নি সালমান এফ রহমানের আভিজাত্য Aug 29, 2025
তুরস্কের বিমান প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নতুন পদক্ষেপ Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগে নির্বাচন জানালো ইসি Aug 29, 2025