মলয়ালম সিনেমায় ইতিহাস গড়ার কথা ছিল লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র দিয়ে। ক্যালিয়ানি প্রিয়দর্শনকে নিয়ে নির্মিত এই ছবিটিই হতে যাচ্ছিল ইন্ডাস্ট্রির প্রথম নারী সুপারহিরো চলচ্চিত্র। অনম উপলক্ষে আজ বিশ্বজুড়ে মুক্তির পরিকল্পনা ছিল ছবিটির। প্রযোজনায় ছিলেন দুলকার সালমান।
তবে মুক্তির আগের দিনেই শুরু হয় ধাক্কা। ছবিটি আইম্যাক্সে মুক্তি পাচ্ছে বলে প্রচারণা চালালেও, আইম্যাক্সের ভাইস প্রেসিডেন্ট প্রীতম ড্যানিয়েল স্পষ্ট জানিয়ে দেন—লোকাহ আইম্যাক্সে মুক্তি পাচ্ছে না। তিনি দুলকারের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ার ফিল্মসকে ধন্যবাদ জানান বিভ্রান্তিকর পোস্টগুলো সরিয়ে নেওয়ার জন্য।
আইম্যাক্সের নাম অনুমতি ছাড়া ব্যবহার করাটা এখন বড় ধরনের সমস্যায় দাঁড়িয়েছে। সম্প্রতি রজনীকান্ত অভিনীত কুলি টিমকেও একই কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে। তাই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ঘোষণার আগে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত মলয়ালম ইন্ডাস্ট্রির একমাত্র আইম্যাক্সে মুক্তিপ্রাপ্ত ছবি হলো এমপুরান, যেখানে অভিনয় করেছেন মোহনলাল ও প্রিথ্বীরাজ সুকুমারন। সেই দিক থেকে লোকাহ বড়সড় প্রত্যাশা জাগালেও শেষ মুহূর্তের বিতর্ক দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
এফপি/ টিএ