ভারতের হাকিমপুর চেকপোস্টে আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার এসব বাংলাদেশিকে হাকিমপুর চেকপোস্টে আটক করে বিএসএফ।
আটকরা হলেন–মো. সেকেন্দার হোসেন, মো. আব্দুল্লা গাজী, কর্ণা খাতুন, রুহুল আমিন, শেষালী বেগম, সুমাইয়া আক্তার, নাজমা বিবি, মাহেরা আক্তার, নাজমুল হাসান নাইম, মিনা, মর্জিনা বেগম, হাসিনা খাতুন, মাফুজা খাতুন, তানিয়া সুলতানা ও মাফুজ রহমান।
পরে বিজিবির টহল দল তাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে। সেখানে সাধারণ ডায়েরি (জিডি) করে থানা হেফাজতে রাখা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও স্বভাব যাচাই শেষে বৈধ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক।
এমআর/এসএন