পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সময় তিনি সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বন্যায় প্রাণহানি ও ব্যাপক ধ্বংসের জন্য সমবেদনা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ কথা জানায় রেডিও পাকিস্তান।
ফোনে এরদোগান এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি তুরস্কের সংহতি প্রকাশ করেন এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পূর্ণ সহায়তার প্রস্তাব দেন। তিনি পুনর্ব্যক্ত করেন, সংকটের মুহূর্তে তুরস্ক পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং বিস্তৃত সহায়তা প্রদানে প্রস্তুত।
প্রধানমন্ত্রী শেহবাজ তুর্কি প্রেসিডেন্টের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এবং এটিকে দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও তুরস্ক সবসময় প্রয়োজনের সময়ে একে অপরকে সমর্থন করেছে।
দুই নেতা তাদের দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার অগ্রগতি সম্পর্কেও পর্যালোচনা করেন। তারা ঘনিষ্ঠ পরামর্শ বজায় রাখার জন্য একমত হন এবং চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) নেতা সম্মেলনের পার্শ্বসভার সময় সাক্ষাৎ করার পরিকল্পনা করেন।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
এমআর/এসএন