কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নির্বাচন, ভোট ও সংস্কার নিয়ে কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাই এটার মস্ত বড় সংস্কার দরকার।
নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারো দ্বারাই করা সম্ভব না, উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না। ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে।’
তিনি আরো বলেন, ‘যখনই আমি বুঝব যে ভোটাররা ভোট দিতে পারবেন, সেই ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ করব।
সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে- তারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, দেশের জন্য তারা যুদ্ধ করেছেন। এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার।’
এসএন