বলিউডে বড় উৎসাহের সঙ্গে প্রকাশিত হলো ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবির টিজার। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। পরিচালক শশাঙ্ক খৈতান এই ছবিতে পারিবারিক নাটক, রোমান্স এবং কমেডির মিশ্রণ উপস্থাপন করেছেন।
টিজারে বরুণ ধাওয়ানকে দেখা গেছে সম্পূর্ণ “সংস্কারী” ছেলের ভূমিকায়, তবে তার স্বাভাবিক চঞ্চলতা এবং মজার আচরণ দর্শককে মুহূর্তে আকৃষ্ট করছে। অন্যদিকে জাহ্নবী কাপুর তুলসী চরিত্রে নতুনত্ব ও চমক নিয়ে আসছেন। ছবির রঙিন ভিজ্যুয়াল, মজার সংলাপ এবং ধোতি-পরিহিত দৃশ্য দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। অনলাইনে টিজারটি দেখেই কেউ কেউ বরুণকে রানবীর সিংয়ের সঙ্গে তুলনা করেছেন।
ধর্মা প্রোডাকশনসের ব্যানারে তৈরি এই ছবিটি পারিবারিক বিনোদনের সঙ্গে আবেগ, নাটক এবং হাস্যরসের পূর্ণাঙ্গ সমন্বয় হিসেবে দর্শকদের সামনে আসবে। টিজার প্রকাশের পরই বরুণ জাহ্নবী জুটিকে কেন্দ্র করে ফ্যানদের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এমকে/এসএন