ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে, বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাংলাভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার গরিব মানুষকে হেনস্তা করা হচ্ছে।
১৯৪৭ সালের ‘দেশভাগের যন্ত্রণা’ আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।
কলকাতার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মমতা। এ সময় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
তিনি দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ৫০টির বেশি আসন পাবে না।
২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল। তবে দলটির বিরুদ্ধেও দুর্নীতি, অনুপ্রবেশকারীকে সহায়তা এবং নানা অনিয়মের অভিযোগ তুলছে বিজেপি।
এমআর/এসএন