এএফসি চ্যালেঞ্জ লিগে 'বি' গ্রুপে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ লিগে ওয়েস্ট রিজিওনের গ্রুপ পর্বে ওমান, কুয়েত ও লেবাননের ক্লাব পেয়েছে তারা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ওমানের আল শাবাব, কুয়েতের আল কুয়েত ও লেবাননের আল আনসারের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।
আগামী ২৫ অক্টোবর গ্রুপ পর্ব শুরু হয়ে শেষ হবে পহেলা নভেম্বর। আল শাবাব এখনও ওমানের লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে, আল কুয়েতের অর্জন বেশ সমৃদ্ধ। তারা ঘরোয়া লিগে ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে। কুয়েত কাপও জয় করেছে ১৬ বার। আল আনসার লেবাননের ঘরোয়া লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন।
প্রিমিয়ার লিগ ফুটবলে টানা ৫ শিরোপা জয়ের পর, সবশেষ মৌসুমটা ভালো যায়নি কিংসের। তৃতীয় স্থানে থেকে শেষ হয় তাদের মৌসুম। তবে, নতুন মৌসুমে দেশি ও বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো করার লক্ষ্য তাদের।
পিএ/এসএন