অবশেষ মুক্তি মিলল সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির। ১০ বছর ধরে চলা দুর্নীতি, জালিয়াতি ও টাকা আত্মসাতের মামলা থেকে রেহাই পেয়েছেন তারা। আজ মামলা নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রসিকিউরেটররা।
দুই দফা বিচারের প্রথমটি হয় ২০২২ সালে।
সেবার সুইজারল্যান্ডের এক আদালত ফিফা সভাপতি ব্ল্যাটার ও উয়েফা সভাপতি প্লাতিনির ওপর থেকে দুর্নীতির মামলা তুলে নেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১১ সালে প্রতারণা, জালিয়াতি, অব্যবস্থাপনার সঙ্গে ২০ লাখ সুইস ফ্রাঁ আত্মসাত করেন।
দুজনের বিরুদ্ধে কোনো রকমের প্রমাণ না পাওয়ায় আজ সুইজারল্যান্ডের অ্যার্টনি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, গত মার্চে করা আপিলের রায় তাদের পক্ষে যাওয়া নতুন করে পর্যালোচনার জন্য আর আবেদন করবেন না তারা। তারা ঘোষণা করেছে, ফুটবল সম্পর্কিত আরেকটি জটিল অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ব্ল্যাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ওঠলে ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে তাদের ২০১৫ সালে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এতে করে ফিফার সভাপতি পদ ছাড়তে বাধ্য হন ৮৯ বছর বয়সী ব্ল্যাটার। তাতে অবসান ঘটে ১৭ বছরের এক অধ্যায়ের। অন্যদিকে উয়েফার পদ ছাড়েন ৭০ বছর বয়সী ফ্রান্সের সাবেক অধিনায়ক।
ইএ/টিকে