সোহান-সাইফকে দলে পেয়ে খুশি লিটন

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সোহান ও সাইফের দলে ফেরায় খুশি লিটনের বিশ্বাস-সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করবেন।

আসন্ন এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বিশেষভাবে কথা বলেছেন দলে ফেরা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে নিয়ে।

দীর্ঘ তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান এবং প্রায় দুই বছর পর ডাক পেয়েছেন সাইফ। এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে সন্তুষ্ট লিটন বলেন, ‘আমি খুবই খুশি আমার দলে দুজন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। এমন নয় যে যারা এখন দলে নেই তারা খারাপ খেলোয়াড়। তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং ভবিষ্যতে আবারও ফিরতে পারবে। সোহান ভাই তো অনেকদিন ধরেই ভালো ক্রিকেট খেলছে।’

সাইফের ভূমিকা নিয়েও ব্যাখ্যা দেন লিটন। তিনি বলেন, ‘সাইফ গত বিপিএল, গ্লোবাল সুপার লিগ এবং অস্ট্রেলিয়ায় সিরিজ খেলে এসেছে। মাঝের ওভারে একজন আগ্রাসী ব্যাটার দরকার ছিল, যে আবার প্রয়োজনে এক-দুই ওভার বলও করতে পারে। সেই সামর্থ্য তার আছে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে যেভাবে খেলেছে, আশা করি এখানেও তা করতে পারবে।’

এই দুই খেলোয়াড়কে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নে লিটন আশ্বস্ত করেন, ‘আমি চাইব তারা যেন বাংলাদেশের জন্য সেরা ক্রিকেটটা খেলতে পারে। দুই-এক ম্যাচ পরেই বাদ পড়বে-এমনটা নয়। টি-টোয়েন্টিতে আউট হয়ে যাওয়া স্বাভাবিক, তবে খেলোয়াড় যদি দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত থাকে তাহলে ম্যানেজমেন্ট অবশ্যই তাকে ব্যাক করবে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে ‘পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ’ হলেও লিটন সতর্ক। তার মতে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। আমরা সবসময় জেতার জন্য খেলি। হেরে গেলে সেটা নতুন কিছু না, কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি।’

এশিয়া কাপে যাওয়ার আগে এই সিরিজটাই হবে আসল পরীক্ষা বলে মনে করেন তিনি, ‘এশিয়া কাপে ভিন্ন দল থাকবে, তবে কন্ডিশন প্রায় একই। আবুধাবি যেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও তেমন। এখানে আমরা যদি বড় রান (২০০–২৫০) করতে পারি ভালো, না পারলেও চেষ্টা থাকবে ধারাবাহিকতা গড়ে তোলার।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিলেটে তিন ম্যাচের সবগুলো টি-টোয়েন্টি হবে সন্ধ্যা ৬টায়। এরপরই এশিয়া কাপে ব্যাট হাতে নামবেন লিটনরা।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফুটবল মাঠে দর্শক প্রবেশ ঠেকাতে কুমিরের খাল খনন পরিকল্পনা রোমানিয়ায় Aug 29, 2025
"বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এবং বিএনপির কাছেই চায়!" Aug 29, 2025
মোবাইল জার্নালিস্টদের দুষলেন উমামা, ভোটের পরিবেশ নষ্টের অভিযোগ! Aug 29, 2025
img
ইসরায়েলের হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত Aug 29, 2025
img
বিয়ের আগে একটা চাপ ছিল, নায়িকা থাকতে হবে: শার্লিন ফারজানা Aug 29, 2025
img
পাবলিক বাস থেকে টং দোকান, স্বাভাবিক জীবনেই অভ্যস্ত নিশো Aug 29, 2025
img
এনসিপির ইলেকশন ভীতি তৈরি হয়েছে : জাহেদ উর রহমান Aug 29, 2025
img
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে বরখাস্ত করল থাই আদালত Aug 29, 2025
img
বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে বিসিবির নির্দেশনা Aug 29, 2025
img
এশিয়া কাপের আগে বিসিসিআইয়ে রদবদল, সভাপতি পদে রাজীব শুক্লা Aug 29, 2025
img
প্রতারণার ফাঁদে তরুণরা: "ওয়াকহাব" নামের ভুয়া প্রতিষ্ঠানের জাল Aug 29, 2025
img
মালা বিক্রেতা মোনালিসা এবার মালয়ালম সিনেমার নায়িকা Aug 29, 2025
img
দাম্পত্য জীবনের ঘটনা নিয়ে ইউটিউব ফিল্মে জোভান-নিহা Aug 29, 2025
img
নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ Aug 29, 2025
img
জাগপাসহ ৩ দলের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা Aug 29, 2025
img
ফের চাকরি হারালেন মরিনিয়ো Aug 29, 2025
img
পিরোজপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল বিএনপি নেতার Aug 29, 2025
img
এনসিপির ইলেকশন ভীতি তৈরি হয়েছে : জাহেদ উর রহমান Aug 29, 2025
img
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে হুতি প্রধানমন্ত্রী নিহতের দাবি Aug 29, 2025
img

ব্যারিস্টার নাজিব মোমেন

বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে Aug 29, 2025