শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের পঞ্চম ম্যাচে আবারও স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখেই এই ম্যাচ জয়ের লক্ষ্য লাল সবুজের। ম্যাচের মাঝে একদিনের ব্যবধান থাকায় অনুশীলন করতে না পারলেও, জিম সেশন ও রিকভারি করে প্রস্তুতি সেরেছে লিটুর দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দু'দলের ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায়।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আসরের শুরুরটা ভালো হলেও, পরের ম্যাচেই একটা বড় ধাক্কা খায় লাল সবুজের দল। প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে আত্মবিশাসী হয়ে খেলে লাল সবুজ। তবে, পরের ম্যাচে ভারতের বিপক্ষে হার কিছুটা ব্যাকফুটে নিয়ে গেলেও, পরের ম্যাচেই আবারও কক্ষপথে ফেরে মাহবুবুর রহমান লিটুর দল। পরপর দুই ম্যাচে নেপালকে হারায় অর্পিতা-ইয়াজানরা। তাতেই আবারও নিজেদের ফর্ম ফিরে পায় বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করায়, প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি সবগুলো ম্যাচে জিততেই হবে লাল সবুজকে। জয়িতাদের সামনে আর মাত্র দুই ম্যাচ। স্বাগতিক ভুটানের পর পরের ম্যাচে আবারও ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।
নিজেদের পরের ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে আবারও মাঠে নামবে প্রীতি-আলপিরা। এই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করে লাল-সবুজ। দলটার বিপক্ষে জয়ের সুখস্মৃতি থাকায় এই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারেনি লিটুর দল।
তবে, নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে রিকভারি সেশন করেছে বাংলাদেশ। জিম সেশন ও স্ট্রেচিং করে নিজেদের প্রস্তুত করেছে অর্পিতা-ইয়ারজার-আলপিরা। দলের ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা থাকলেও, তা কাটিয়ে উঠেছে দল। কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নেয়ায় ভুটানকে হারাতে বদ্ধপরিকর দল।
দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, 'ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে একটা ভালো জয় নিয়ে মাঠ ছেড়েছি। আশা করছি আরেকটা জয় নিয়েই মাঠ ছাড়বো। অনুশীলন ছিল না, শুধু রিকভারি সেশন ছিল। আমাদের যে ছোটখাটো ইনজুরি ছিল, তা আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে।'
এদিকে, শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের সামনে। কেননা, আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত।
এমআর/এসএন