৪৩ বছর বয়সে ইব্রাহিমোভিচের হাতে উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড

ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগপর্বের ড্র। যেখানে বিভিন্ন ক্লাবের পট তুলেছেন সাবেক সুইডিশ তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। এর আগে তার হাতে ‘উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেন সংস্থাটির প্রধান আলেক্সান্ডার সেফরিন। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মঞ্চেও রসিক ও বুদ্ধিদীপ্ত ইব্রাকে দেখা গেছে।

১৯৯৮ সাল থেকে প্রতিবছর ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে উয়েফা। ফুটবলাঙ্গন ছাড়িয়ে বহির্বিশ্বে নিজের সহ-কার্যক্রমে পরিচিতি অর্জন করা ব্যক্তিদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুমের শুরুতে উয়েফা প্রেসিডেন্ট মাঠের ভেতরে-বাইরে পেশাদার উৎকর্ষতা এবং অনুকরণীয় ব্যক্তিত্বকে এভাবে সম্মান জানিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় উয়েফা সভাপতি সেফরিন পুরস্কারটি তুলে দেন ইব্রাহিমোভিচের হাতে।

সাবেক এই তারকা ফুটবলারকে অভিনন্দন জানিয়ে সেফরিন বলেন, ‘জ্লাতানকে সবাই চেনে চূড়ান্ত প্রতিযোগী, জন্মগত বিজয়ী এবং পপ-কালচারের আইকন হিসেবে। তবে সবচেয়ে বড় কথা, তিনি অসাধারণ এক মানুষ, একজন ‘গোল্ডেন বয়’ যিনি কখনও নিজের শেকড় ভুলে যাননি। স্বীকৃতি ছাড়াও নীরবে সহমর্মিতাকে অগ্রাধিকার দিয়েছেন, সবসময় প্রয়োজনে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এ বছরের পুরস্কার তার হাতে দিতে পেরে আমি ভীষণ গর্বিত।’

নিজের প্রতিক্রিয়ায় ইব্রাহিমোভিচ বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। এজন্য আমি উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিনকে ধন্যবাদ জানাই। এর মানে আমি আমার ক্যারিয়ারে কিছু অর্জন করেছি, নইলে এটি পেতাম না। আমি ভীষণ খুশি। আমি সৌভাগ্যবান ছিলাম বড় খেলোয়াড় এবং বড় ক্লাবের সঙ্গে খেলতে পেরেছি। সেটিই আমাকে আজকের আমি করেছে। আমি কৃতজ্ঞ ও ধন্য।’

৪৩ বছর বয়সী সাবেক এই তারকা বিভিন্ন ক্লাবের হয়ে ৮৬৬ ম্যাচ খেলে ৫১১টি গোল করেন। এ ছাড়া সুইডেন জাতীয় দলের হয়ে ১২২ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। মালমো এফএফের হয়ে ১৯৯৯ সালে শুরু, এরপর ২০০১ সালে আয়াক্স আমস্টারডাম। পরবর্তীতে তিন বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, পিএসজি ও এসি মিলানের মতো ইউরোপের সব বড় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। ২০২৩ সালে পেশাদার ফুটবল ছাড়ার আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ইব্রাহিমোভিচ।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাপা ও আ. লীগের হামলায় আহত রাশেদ খান , নেওয়া হলো হাসপাতালে Aug 29, 2025
আটলান্টায় খেলার আগে ভক্তদের জন্য সাকিবের ইঙ্গিত Aug 29, 2025
মহড়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত Aug 29, 2025
ঝুঁকিপূর্ণ নির্বাচনের সতর্কবার্তা দিলেন ইসি আনোয়ারুল Aug 29, 2025
মুড়ি পার্টির নামে প্যানেল নাম মুখস্ত করাচ্ছে একটি ছাত্র সংগঠন: হামিম Aug 29, 2025
বিশ্বের প্রথম এইডস ভ্যাকসিন তৈরি করছে রাশিয়া Aug 29, 2025
বিচার নিয়ে আস্থা সংকট, জামিন চাননি লতিফ সিদ্দিকী Aug 29, 2025
img
আলেকাজান্ডার আরনল্ডকে বাদ দিয়ে ইংল্যান্ডের দল ঘোষণা Aug 29, 2025
img
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং Aug 29, 2025
img
কোয়াব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন একাধিক প্রার্থী Aug 29, 2025
img
দীর্ঘ ১৫ বছরের বন্ধুত্ব এবার বাঁধা পড়ল সম্পর্কের নতুন বন্ধনে Aug 29, 2025
img
কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না : মান্না Aug 29, 2025
img

গোলাম পরওয়ার

সংস্কার ও বিচার হওয়ার আগে জনগণ নির্বাচন মানবে না Aug 29, 2025
img
আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না: এসএম জিলানী Aug 29, 2025
img
বিয়েতে রাজি হলেও শর্ত জুড়ে দিলেন সুস্মিতা সেন! Aug 29, 2025
img
শতাব্দীর গোসলের জন্য প্রতিদিন এক বালতি বরফ পাঠাতেন প্রযোজক Aug 29, 2025
img
ভারতে প্রত্যেক পরিবারকে ৩ সন্তান নিতে বললেন আরএসএস প্রধান Aug 29, 2025
img
দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা Aug 29, 2025
img
পিআর না হলে যারা বলে নির্বাচন করব না, শেষ পর্যন্ত তারাও আসবেন : জাহেদ উর রহমান Aug 29, 2025
img
দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন : ডা. জাহিদ Aug 29, 2025