৪৩ বছর বয়সে ইব্রাহিমোভিচের হাতে উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড

ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগপর্বের ড্র। যেখানে বিভিন্ন ক্লাবের পট তুলেছেন সাবেক সুইডিশ তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। এর আগে তার হাতে ‘উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেন সংস্থাটির প্রধান আলেক্সান্ডার সেফরিন। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মঞ্চেও রসিক ও বুদ্ধিদীপ্ত ইব্রাকে দেখা গেছে।

১৯৯৮ সাল থেকে প্রতিবছর ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে উয়েফা। ফুটবলাঙ্গন ছাড়িয়ে বহির্বিশ্বে নিজের সহ-কার্যক্রমে পরিচিতি অর্জন করা ব্যক্তিদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুমের শুরুতে উয়েফা প্রেসিডেন্ট মাঠের ভেতরে-বাইরে পেশাদার উৎকর্ষতা এবং অনুকরণীয় ব্যক্তিত্বকে এভাবে সম্মান জানিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় উয়েফা সভাপতি সেফরিন পুরস্কারটি তুলে দেন ইব্রাহিমোভিচের হাতে।

সাবেক এই তারকা ফুটবলারকে অভিনন্দন জানিয়ে সেফরিন বলেন, ‘জ্লাতানকে সবাই চেনে চূড়ান্ত প্রতিযোগী, জন্মগত বিজয়ী এবং পপ-কালচারের আইকন হিসেবে। তবে সবচেয়ে বড় কথা, তিনি অসাধারণ এক মানুষ, একজন ‘গোল্ডেন বয়’ যিনি কখনও নিজের শেকড় ভুলে যাননি। স্বীকৃতি ছাড়াও নীরবে সহমর্মিতাকে অগ্রাধিকার দিয়েছেন, সবসময় প্রয়োজনে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এ বছরের পুরস্কার তার হাতে দিতে পেরে আমি ভীষণ গর্বিত।’

নিজের প্রতিক্রিয়ায় ইব্রাহিমোভিচ বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। এজন্য আমি উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিনকে ধন্যবাদ জানাই। এর মানে আমি আমার ক্যারিয়ারে কিছু অর্জন করেছি, নইলে এটি পেতাম না। আমি ভীষণ খুশি। আমি সৌভাগ্যবান ছিলাম বড় খেলোয়াড় এবং বড় ক্লাবের সঙ্গে খেলতে পেরেছি। সেটিই আমাকে আজকের আমি করেছে। আমি কৃতজ্ঞ ও ধন্য।’

৪৩ বছর বয়সী সাবেক এই তারকা বিভিন্ন ক্লাবের হয়ে ৮৬৬ ম্যাচ খেলে ৫১১টি গোল করেন। এ ছাড়া সুইডেন জাতীয় দলের হয়ে ১২২ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। মালমো এফএফের হয়ে ১৯৯৯ সালে শুরু, এরপর ২০০১ সালে আয়াক্স আমস্টারডাম। পরবর্তীতে তিন বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, পিএসজি ও এসি মিলানের মতো ইউরোপের সব বড় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। ২০২৩ সালে পেশাদার ফুটবল ছাড়ার আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ইব্রাহিমোভিচ।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিরোনাম উন্মোচনের আগে ভক্তদের কৌতূহল বাড়ালো মাধবনের পোস্ট Nov 14, 2025
img
যে পথ ভয় দেখায়, সেখানেই নিজের বদলে যাওয়া: রণবীর কাপুর Nov 14, 2025
img
ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করায় হাসপাতাল কর্মী গ্রেপ্তার Nov 14, 2025
img
কেন আলিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না কাকা মুকেশ ভাট? Nov 14, 2025
img
মানুষ বদলায় না, মুখোশ পরে থাকে : সোনালী চৌধুরী Nov 14, 2025
img
কটকের বালি যাত্রা মেলায় শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা Nov 14, 2025
img
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য Nov 14, 2025
img
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 14, 2025
img
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো : শিশির মনির Nov 14, 2025
img
নিজের সঙ্গেই নিজের তুলনা করো, অন্য কারও সঙ্গে নয়: আমিশা প্যাটেল Nov 14, 2025
img
সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক Nov 14, 2025
img
খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু Nov 14, 2025
img
যুক্তরাষ্ট্রে নতুন করে কড়াকড়ি, অভিবাসীদের ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল Nov 14, 2025
img
আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি Nov 14, 2025
img
রাতে পার্টি দেয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ৩ কলেজ শিক্ষার্থী Nov 14, 2025
img
মাগুরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের Nov 14, 2025
img
ওসমান হাদিকে কল ও টেক্সটে হত্যার হুমকি Nov 14, 2025
img
কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের Nov 14, 2025
img
নিউমুরিং টার্মিনাল চুক্তি প্রক্রিয়ার রুল শুনানি ১৯ নভেম্বর Nov 14, 2025
img
মাত্র ২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন ডিসি জাহিদুল Nov 14, 2025