এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে বাংলাদেশ এক গোলে এগিয়ে থেকেও মালয়েশিয়ার কাছে ১-৪ গোলে হেরে গেল। বাংলাদেশের একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।
ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো লড়াই দেখিয়েছিলেন।
মালয়েশিয়া বেশ কয়েকবার সুযোগ সৃষ্টির চেষ্টা করলেও বাংলাদেশের শক্তিশালী প্রতিরোধে তা কাজে আসেনি।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের পেনাল্টি কর্নার থেকে গোল করে ১-০ এগিয়ে দেয় আশরাফুল ইসলাম। তবে ২৪ মিনিটে আশ্রান হামসানি গোল করে সমতার ফেরান।
তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণে সক্রিয় থাকে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার আখিমুল্লাহ দলকে এগিয়ে দেন।
শেষ কোয়ার্টারে আরোদুই গোল হজম করে বাংলাদেশ।
মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ১৭ ধাপ এগিয়ে। উল্লেখ্য, ২০২২ এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে বাংলাদেশ ১-৮ ও ২০১৮ এশিয়ান গেমসে ০-৭ গোলে হেরেছিল।
বাংলাদেশ এশিয়া কাপ খেলতে আগ্রহী ছিল না, তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের কারণে এই সুযোগ আসে।
এটি কাজে লাগালে দল আগামী হকি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপ আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ১৯৮২ সাল থেকে এশিয়া কাপে ১১ বার অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ পঞ্চম স্থান অর্জন করেছে। এবারের গ্রুপে রয়েছে মালয়েশিয়া, চায়নিজ তাইপে এবং পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ২৯তম, চায়নিজ তাইপে ৩৮তম, মালয়েশিয়া ১২তম এবং দক্ষিণ কোরিয়া ১৩তম।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৩০ আগস্ট চায়নিজ তাইপের বিপক্ষে এবং ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
এমআর/এসএন