জল্পনা উসকে দিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন তার জীবনের বিশেষ এক মানুষের।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের একটি ছবি আপলোড করেন পরী। সেখানে দেখা যাচ্ছে, খোলা এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরী। রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস।
ক্যাপশনে পরী লেখেন,
এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। হ্যাঁ, সবাইকে শুভ শুক্রবার।
পরীর এমন রহস্যময় পোস্টের পরপরই মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেন নেটিজেনরা। পরীর প্রিয় মানুষটিকে জানতে ভক্তদের বেশিরভাগই লেখেন, কে সে?
অনেকে আবার পরীর রূপের প্রশংসা করে লিখেছেন, অসাধারণ লাগছে।
ভক্তদের মন্তব্যের অবশ্য কোনো জবাব দেননি পরী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন পরী ও তার দুই সন্তান। সে অসুস্থতা কাটিয়ে সুস্থ হওয়ার পর পরিবার নিয়ে সুখময় মুহূর্ত কাটাতে বিদেশে পাড়ি দেন ঢালিউড এ চিত্রনায়িকা। এর কিছুদিন পরই এমন রহস্যময় পোস্ট অভিনেত্রীর।
এমকে/এসএন