বাছাইপর্ব শেষে আরও ২ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ভেনেজুয়েলা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হবে লাতিন দেশগুলোর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। দুই রাউন্ডের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর তারা ইকুয়েডরের মাঠে খেলবে। বেশ আগেভাগেই পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা বাছাই শেষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছিল। অক্টোবরে দুটি ম্যাচের সূচি ঠিক করেছে তারা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন দেশটির সঙ্গেই আবার পরের মাসে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সংবাদমাধ্যম ওলে কে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী ফিফা উইন্ডো (অক্টোবর) যুক্তরাষ্ট্রে কাটবে। সেখানে আমরা দুই ম্যাচ আয়োজনের জন্য লজিস্টিকস নিয়ে কাজ করছি। প্রথমটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ডে। প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের প্রস্তুতির দিকেই আমাদের প্রধান লক্ষ্য।’



প্রীতি ম্যাচে আর্জেন্টিনা প্রথম লড়াইয়ে নামবে ১০ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ হবে ফার্নান্দো বাতিস্তারের নেতৃত্বাধীন ভেনেজুয়েল। এরপর ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। এর আগে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কথা ভাবা হলেও সময়সূচির জটিলতার কারণে এএফএ বিকল্প খুঁজতে বাধ্য হয়। পরবর্তীতে নভেম্বরে আফ্রিকা ও এশিয়ায় সফর করবে মেসি-আলভারেজরা। অ্যাঙ্গোলার বিপক্ষে রাজধানী লুয়ান্ডায় ১০ নভেম্বর এবং ১৪ নভেম্বর নামবে ভারতের কেরালায়, যদিও সেখানকার প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।

এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বাছাইয়ের ম্যাচটিতে ঘরের মাঠে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে নামতে পারেন মেসি। যা নিয়ে তার ভাষ্য, ‘এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এখানে এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর (আর্জেন্টিনায়) আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।’

অবসর নিয়ে মেসি সরাসরি মন্তব্য না করলেও, তার কথায় পরবর্তী বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে ২০২২ আসরের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। এরপর ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটুকথা বলা হচ্ছে: তাসনিম জারা Sep 01, 2025
img
যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ Sep 01, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ৩৫ ব্যক্তি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচনে আইনি লড়াই : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট শিশির মনির Sep 01, 2025
img
সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত Sep 01, 2025
img
সব ধরনের মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের, দাবি ট্রাম্পের Sep 01, 2025
img
নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না : জয়নুল আবেদীন Sep 01, 2025
img
৩৬ জুলাইয়ের আদলে এবার ৩৬ দফা ইশতেহার দিল ছাত্রশিবির Sep 01, 2025
img
সেপ্টেম্বরে লঘুচাপ ও নিম্নচাপ নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস Sep 01, 2025
যে ইহুদি নবীজিকে পরীক্ষা করেছিলেন | ইসলামিক জ্ঞান Sep 01, 2025
আধ্যাত্মিক গুরুর আশ্রমে র‌্যাপার বাদশা! Sep 01, 2025
img
মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার সুমনা Sep 01, 2025
img
চীনে যাচ্ছে অ-১৭ ফুটবল দল, ঢাকায় আসছে চীনা নারী দল Sep 01, 2025
img
নির্বাচন পেছাতে নতুন নতুন ইস্যু তুলছে জামায়াত-এনসিপি : জাহেদ উর রহমান Sep 01, 2025
img
ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : টুকু Sep 01, 2025
img
স্থগিত হওয়া নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে! Sep 01, 2025
রোহিতের ফিটনেস টেস্টে নতুন অধ্যায়ের ইঙ্গিত! Sep 01, 2025
পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি Sep 01, 2025
দিল্লিতে হাসিনার বাসভবন ও সিআরআইর চাঞ্চল্যকর কার্যক্রম Sep 01, 2025
চবি নিয়ে যা জানালো কর্তৃপক্ষ Sep 01, 2025