বাছাইপর্ব শেষে আরও ২ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ভেনেজুয়েলা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হবে লাতিন দেশগুলোর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। দুই রাউন্ডের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর তারা ইকুয়েডরের মাঠে খেলবে। বেশ আগেভাগেই পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা বাছাই শেষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছিল। অক্টোবরে দুটি ম্যাচের সূচি ঠিক করেছে তারা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন দেশটির সঙ্গেই আবার পরের মাসে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সংবাদমাধ্যম ওলে কে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী ফিফা উইন্ডো (অক্টোবর) যুক্তরাষ্ট্রে কাটবে। সেখানে আমরা দুই ম্যাচ আয়োজনের জন্য লজিস্টিকস নিয়ে কাজ করছি। প্রথমটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ডে। প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের প্রস্তুতির দিকেই আমাদের প্রধান লক্ষ্য।’



প্রীতি ম্যাচে আর্জেন্টিনা প্রথম লড়াইয়ে নামবে ১০ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ হবে ফার্নান্দো বাতিস্তারের নেতৃত্বাধীন ভেনেজুয়েল। এরপর ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। এর আগে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কথা ভাবা হলেও সময়সূচির জটিলতার কারণে এএফএ বিকল্প খুঁজতে বাধ্য হয়। পরবর্তীতে নভেম্বরে আফ্রিকা ও এশিয়ায় সফর করবে মেসি-আলভারেজরা। অ্যাঙ্গোলার বিপক্ষে রাজধানী লুয়ান্ডায় ১০ নভেম্বর এবং ১৪ নভেম্বর নামবে ভারতের কেরালায়, যদিও সেখানকার প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।

এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বাছাইয়ের ম্যাচটিতে ঘরের মাঠে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে নামতে পারেন মেসি। যা নিয়ে তার ভাষ্য, ‘এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এখানে এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর (আর্জেন্টিনায়) আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।’

অবসর নিয়ে মেসি সরাসরি মন্তব্য না করলেও, তার কথায় পরবর্তী বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে ২০২২ আসরের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। এরপর ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বলিউডে সাহসী অভিনয়ের দৃষ্টান্ত ইয়ামি গৌতম Nov 14, 2025
img
সোনাক্ষী সিনহার ‘গ্রেফতার’ বিজ্ঞাপন দেখে শত্রুঘ্নের তড়িঘড়ি ব্যবস্থা Nov 14, 2025
img
শিরোনাম উন্মোচনের আগে ভক্তদের কৌতূহল বাড়ালো মাধবনের পোস্ট Nov 14, 2025
img
যে পথ ভয় দেখায়, সেখানেই নিজের বদলে যাওয়া: রণবীর কাপুর Nov 14, 2025
img
ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করায় হাসপাতাল কর্মী গ্রেপ্তার Nov 14, 2025
img
কেন আলিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না কাকা মুকেশ ভাট? Nov 14, 2025
img
মানুষ বদলায় না, মুখোশ পরে থাকে : সোনালী চৌধুরী Nov 14, 2025
img
কটকের বালি যাত্রা মেলায় শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা Nov 14, 2025
img
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য Nov 14, 2025
img
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 14, 2025
img
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো : শিশির মনির Nov 14, 2025
img
নিজের সঙ্গেই নিজের তুলনা করো, অন্য কারও সঙ্গে নয়: আমিশা প্যাটেল Nov 14, 2025
img
সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক Nov 14, 2025
img
খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু Nov 14, 2025
img
যুক্তরাষ্ট্রে নতুন করে কড়াকড়ি, অভিবাসীদের ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল Nov 14, 2025
img
আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি Nov 14, 2025
img
রাতে পার্টি দেয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ৩ কলেজ শিক্ষার্থী Nov 14, 2025
img
মাগুরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের Nov 14, 2025
img
ওসমান হাদিকে কল ও টেক্সটে হত্যার হুমকি Nov 14, 2025
img
কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের Nov 14, 2025