বাছাইপর্ব শেষে আরও ২ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ভেনেজুয়েলা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হবে লাতিন দেশগুলোর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। দুই রাউন্ডের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর তারা ইকুয়েডরের মাঠে খেলবে। বেশ আগেভাগেই পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা বাছাই শেষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছিল। অক্টোবরে দুটি ম্যাচের সূচি ঠিক করেছে তারা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন দেশটির সঙ্গেই আবার পরের মাসে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সংবাদমাধ্যম ওলে কে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী ফিফা উইন্ডো (অক্টোবর) যুক্তরাষ্ট্রে কাটবে। সেখানে আমরা দুই ম্যাচ আয়োজনের জন্য লজিস্টিকস নিয়ে কাজ করছি। প্রথমটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ডে। প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের প্রস্তুতির দিকেই আমাদের প্রধান লক্ষ্য।’



প্রীতি ম্যাচে আর্জেন্টিনা প্রথম লড়াইয়ে নামবে ১০ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ হবে ফার্নান্দো বাতিস্তারের নেতৃত্বাধীন ভেনেজুয়েল। এরপর ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। এর আগে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কথা ভাবা হলেও সময়সূচির জটিলতার কারণে এএফএ বিকল্প খুঁজতে বাধ্য হয়। পরবর্তীতে নভেম্বরে আফ্রিকা ও এশিয়ায় সফর করবে মেসি-আলভারেজরা। অ্যাঙ্গোলার বিপক্ষে রাজধানী লুয়ান্ডায় ১০ নভেম্বর এবং ১৪ নভেম্বর নামবে ভারতের কেরালায়, যদিও সেখানকার প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।

এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বাছাইয়ের ম্যাচটিতে ঘরের মাঠে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে নামতে পারেন মেসি। যা নিয়ে তার ভাষ্য, ‘এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এখানে এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর (আর্জেন্টিনায়) আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।’

অবসর নিয়ে মেসি সরাসরি মন্তব্য না করলেও, তার কথায় পরবর্তী বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে ২০২২ আসরের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। এরপর ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির ইলেকশন ভীতি তৈরি হয়েছে : জাহেদ উর রহমান Aug 29, 2025
img
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে হুতি প্রধানমন্ত্রী নিহতের দাবি Aug 29, 2025
img

ব্যারিস্টার নাজিব মোমেন

বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে Aug 29, 2025
img
কুয়েতে বাংলাদেশি কর্মীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা Aug 29, 2025
img
৩ দিন পর মুক্তি পেলেন কলোম্বিয়ার ৩৩ সেনা Aug 29, 2025
img
দেশে ১/১১ নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে : রাশেদ খান Aug 29, 2025
img
কিশোরগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১ Aug 29, 2025
img
অবসরের আভাস দিলেন লিওনেল মেসি! Aug 29, 2025
img

রাশেদ খানের প্রশ্ন

সংস্কার-বিচার না করে উপদেষ্টা কেন পদত্যাগ করে দল গঠন করল? Aug 29, 2025
img
সাবেক অজি কিংবদন্তির ব্যাগি গ্রিনের দাম সাড়ে ৩ কোটি টাকা Aug 29, 2025
img
ইসিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের Aug 29, 2025
img
সংগীতজীবনের ২৫ বছর পূর্তি, পুরো সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় শো করবেন তাহসান Aug 29, 2025
img
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সবার সন্ধান চায় জামায়াত Aug 29, 2025
img
দুঃসময়ে সোহিনীর পাশে দাঁড়ালেন অহনা দত্ত Aug 29, 2025
img
চেতনা বিক্রেতারা যে খড়কুটো পাবে সেটা ধরেই বাঁচতে চাইবে : নিলুফার মনি Aug 29, 2025
রাতের যে আমলে আল্লাহ খুশি হন | ইসলামিক টিপস Aug 29, 2025
২৬ সালের নির্বাচন হবে সুষ্ঠু একতরফা নির্বাচন Aug 29, 2025
পরিদর্শনে এসে ট্রাফিক সিগন্যালের ত্রুটি ধরলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি! Aug 29, 2025
img
রজনীকান্তের দাপটে নাগাল পাচ্ছেন না হৃতিকের ওয়ার টু Aug 29, 2025
img
প্রাক্তন স্বামীর জন্মদিনে নবনীতার শুভেচ্ছা Aug 29, 2025