ইরান ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট আগামী সোমবার চীনে একটি বৈঠকে মিলিত হবেন। যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক করবেন।
ক্রেমলিন আরও উল্লেখ করেছে, “ইরান রাশিয়ার দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার,” এবং এই বৈঠকে দুই নেতা ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এই সম্মেলন উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজ আয়োজিত হবে, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একসঙ্গে জনসমক্ষে অংশ নেবেন।
এই সম্মেলন এবং কুচকাওয়াজকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে।
সূত্র: মেহের নিউজ
এমআর/এসএন