প্রথম টিজারেই চমক দেখাল ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ (এলআইকে)। ভিগনেশ শিবানের পরিচালনায় তৈরি এ ছবিতে ভবিষ্যতের এক বিচিত্র প্রেমকাহিনির আভাস মিলেছে। গল্পের প্রেক্ষাপট ২০৪০ সাল—যেখানে সত্যিকারের ভালোবাসা প্রায় বিলুপ্ত, আর মানুষ বেঁধে রেখেছে নিজেদের ডিজিটাল চুক্তি আর ক্ষণস্থায়ী সম্পর্কের শেকলে।
এ অচেনা ও কঠিন বাস্তবতার ভেতরে নির্মলতা আর আশার প্রতীক হয়ে হাজির হয়েছেন কৃতি শেট্টি। সরলতা, সৌন্দর্য আর নিখাদ আবেগে তিনি যেন এক টুকরো আলোর মতো ভরিয়ে তুলেছেন ছবির কাহিনি। তার বিপরীতে প্রভদীপ রঙ্গনাথন, যার সঙ্গে কৃতির রসায়ন টিজারেই দর্শকদের মন জয় করেছে।
কাহিনির সংঘাত তৈরি করেছে এস জে সুরিয়ার ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’। কিন্তু শেষ পর্যন্ত কৃতির নির্মল উপস্থিতিই গল্পকে দিয়েছে আবেগময় গভীরতা। নির্মাতাদের দাবি, এটি শুধু রোমান্টিক কমেডি নয়—বরং ভালোবাসার প্রতি এক বিদ্রোহী ঘোষণা, যেখানে স্যাটায়ার, সায়েন্স ফিকশন আর প্রেম একসঙ্গে মিশে গেছে।
প্রযোজক নায়নতারার তত্ত্বাবধানে ছবিটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। আগামী ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’। দর্শকদের আশা, টিজারের মতো পুরো ছবিতেও আবেগ আর ভবিষ্যৎ কল্পনার মেলবন্ধন উপহার দেবেন কৃতি শেট্টি।
এফপি/ টিকে