নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা শহরের আদালত চত্বর একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে মহাসড়কের ওপর বসে অবরোধ কর্মসূচি শুরু করেন দলের নেতাকর্মীরা।
এ সময় সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ঘটনাস্থলে পৌঁছে সদর থানা পুলিশের ওসি আব্দুল্লা হিল জামান সরে যেতে ১০ মিনিট সময় দেন। নির্ধারিত সময়ের পরেও তারা মহাসড়ক থেকে সরে না গেলে পুলিশ তাদের ঠেলে সরিয়ে দেয়।
এ সময় গণ অধিকার পরিষদ পঞ্চগড়ের সাবেক আহ্বায়ক মাহাফুজার রহমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম, যুব অধিকার পরিষদ পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী, গণ অধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক আবুল কালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণ অধিকার পরিষদ পঞ্চগড়ের সাবেক আহ্বায়ক মাহাফুজার রহমান বলেন, ‘দেশের মানুষের জন্য বারবার রক্ত ঝরিয়েছেন ভিপি নুর। গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক হলেও এই স্বাধীন দেশে তাকে আবারও রক্ত ঝরাতে হবে আমরা কখনো কল্পনা করিনি। গণ-অভ্যুত্থানের পরেও তার ওপর এমন বর্বর হামলা আমরা মেনে নিতে পারি না। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে জাতীয় পার্টিরও একই পরিণতি হবে।
এফপি/ টিএ