জনপ্রিয় গায়ক আসিফ আকবর একটা সময় রাজনৈতিক কারণে কনসার্টে গান গাওয়ার সুযোগ হারান। তবুও তার বলিষ্ঠ কণ্ঠ কখনও থেমে ছিল না। দেশের নাজুক পরিস্থিতিতেও তার মন্তব্য তুলে ধরেন অবলিলায়।
শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুকে অল্প কথায় রাজনৈতিক নেতাদের নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। আসিফের সেই ফেসবুক পোস্টে মানুষের মন্তব্যে এটা পরিষ্কার, মনের কথাটাই বলেছেন এই গায়ক।
আসিফ আকবর লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।’ পোস্টে কোনো নাম উল্লেখ করেননি আসিফ।
মন্তব্যের ঘরে আসিফ লিখেছেন, ‘চেয়ারের মধ্যে বান্দরের শলা থাকে, উপায় নাই।’ আসিফ আকবর তার এমন মন্তব্য কী কারণে ফেসবুকে পোস্ট করেছেন, সে ব্যাপারে কিছুই বলেননি।
আসিফ এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। দুই মাসের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গাইবেন। দীর্ঘ ১৭ বছর পর দলবল নিয়ে আসিফ দেশটিতে গাইতে গেছেন। বাংলাদেশি সংগীতাঙ্গনের জনপ্রিয় এই গায়ক বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন।
ইএ/টিএ